জুটি বাধতে চলেছেন সোহম শ্রাবন্তী - Majaru.com

Breaking

Post Top Ad

Friday, 3 January 2025

জুটি বাধতে চলেছেন সোহম শ্রাবন্তী

 


জুটি বাধতে চলেছেন সোহম শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট , ৩ জানুয়ারি : কৃত্রিম বৃষ্টিকে কাজে লাগিয়ে অপরাধ কাজ কি ভাবে করা যায় এমন গল্পের চিত্রনাট্যে ভর করে
ফের বড় পর্দায় ফিরতে চলেছেন চলতি সময়ের দুই ব্যর্থ অভিনেতা অভিনেত্রী সোহম ও শ্রাবন্তী ।নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির শুটিং আর বছরের শেষে মুক্তি পাওয়ার কথা দুর্গানগর সিনেমার ।

এক সময় অমানুষ ,ফান্দে পড়িয়া বগা কান্দে রে ,পিয়া রে, গুগলির মতো একাধিক ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন শ্রাবন্তী এবং সোহম। তাদের জুটির দর্শকের ভালবাসাও পেয়েছে । তবে এক সাথে বা পৃথক ভাবে বহুদিন ধরে সোহম ও শ্রাবন্তীর কোন হিট সিনেমা নেই। বড় পর্দায় সাফল্য পেতে নতুন বছরের শুরুতে পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি  'দুর্গানগর' এ অভিনয় করতে চলেছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি এনে কিভাবে অপরাধমূলক কাজ ঘটানো যেতে পারে সেটাই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সপ্তাশ্ব । শ্রাবন্তী এবং সোহমকে দূর্গা ও শিব রূপে গড়ে তোলা হয়েছে চিত্রনাট্যে। গল্পে নায়িকা একটি নাচের স্কুলের শিক্ষিকা যার স্বামী নিখোঁজ হয়ে যায়। এবার স্বামীকে খুঁজতে গিয়ে কিভাবে কৃত্রিম বৃষ্টির রহস্য উন্মোচিত হলো, তা নিয়েই এগোবে গল্প। পরিচালক সপ্তাশ্ব একটি দৈনিক পত্রিকা কে জানিয়েছেন,"স্বামীকে উদ্ধার করতে গিয়ে এক অপরাধীর সন্ধান পায় স্ত্রী। সেখান থেকেই প্রযুক্তির সাহায্যে অপরাধের হাত থেকে স্বামীকে ফেরানোর গল্প বলবে এই ছবি। এখানে অপরাধী চরিত্রটি অসুরের রূপকে গড়া।"


অনেকদিন পরে কাজ করা নিয়ে উত্তেজিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবিতে নিজের চরিত্র নিয়েও আত্মবিশ্বাসী শ্রাবন্তী বলেন," ছবির নামটা শুনেই ভীষণ ভালো লেগেছিল এই ছবিতে ফের জোরালো নারী চরিত্রে অভিনয় করছে আমার চরিত্র তিনটে পরত রয়েছে ।প্রথমে নাচের স্কুলের শিক্ষিকা রুপে এক সাধারণ মেয়ে। পরে স্বামীর খোঁজে বেরিয়ে পড়া এক প্রতিবাদী নারী । আর শেষে দুর্গার মতই অশুভ শক্তির বিনাশ করে স্বামীকে ফিরিয়ে আনার লড়াকু মেয়ে।"
পরিচালক সপ্তাশ্বর আগের কাজ দেখে ভালো লেগেছিল সোহমের। তাই ছবির প্রস্তাবে এক কথায় রাজি হয়ে হয়েছেন তিনি । সোহম বলেন, "আমার চরিত্রটা এক গবেষকের নতুন ধরনের চরিত্র করতে সব সময় আগ্রহ থাকে। "
দুর্গানগর এ খল চরিত্রে দেখা যাবে নবাগত সঙ্ঘপ্রিয় মুখোপাধ্যায় কে। ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে উত্তরাখণ্ডে ঋষিকেশ ও ধনৌলটির মতো এলাকায় । 

No comments:

Post a Comment

Post Top Ad