১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করল ইউনুসের বাংলাদেশ সরকার - Majaru.com

Breaking

Post Top Ad

Tuesday, 31 December 2024

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করল ইউনুসের বাংলাদেশ সরকার


নতুন করে আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

সোমবার (৩০ ডিসেম্বর) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়ে তাদের হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।বিএফআইইউর তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন– সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক এমডি সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, বাসসের সাবেক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও উপপ্রধান সম্পাদক ওমর ফারুক, পিআইবির সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা (সোমা ইসলাম), দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদন খান, ফ্রিল্যান্স সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

No comments:

Post a Comment

Post Top Ad